এই অসহায় নারির পরিবারের সন্দান চাই

এই অসহায় নারির পরিবারের সন্দান চাই

চাঁদপুর প্রতিনিধি

০১/০৫/২০২১ইং তারিখ রাত্রি বেলায় শাহরাস্তি পৌরসভাধীন মেহের কলেজ সংলগ্ন সড়কে, সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ছবির এই মহিলাটি।বর্তমানে শাহরাস্তি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ছিলো, আজ রোব বার উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর সরকারি হাসপাতালে প্রেরন করা হয়

এ সংবাদ প্রকাশ হওয়া পর্যন্ত ।মহিলাটির এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। যদি কেউ তাকে চিনেন তাহলে চাঁদপুুর সরকারি হাসপাতালে অথবা শাহরাস্তি মডেল থানায় অথবা সি এনজি মালিক সমিতির সাথে (০১৭২৮১৬৮৬৭৩) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
বর্তমানে চাঁদপুর সদর ২৫০ শ শর্যা সরকারি হাসপাতালে চিকিৎসাদ্বিন অবস্হায় রয়েছে।
সংবাদটি সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD