প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফরিদগঞ্জে ছাত্রলীগের দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফরিদগঞ্জে ছাত্রলীগের দোয়া মাহফিল

মোঃশরিফ হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ

আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।

আজ (১৭মে)সোমবার বিকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার এ.আর. পাইলট উচ্চ বিদ্যালয়ের মসজিদে বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, সহ সভাপতি সোহেল দেওয়ান, হাফিজ সর্দার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফাহাদ, পিয়ামসহ ছাত্রলীগের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় ৯০-এর গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়, বিজয় হয় গণতন্ত্রের।

১৯৯৬ সালের ১২ জুন সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ বিপুল ভোটে জয়লাভ করে এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়।

সপরিবারে হত্যাকান্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

সেদিন বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।

শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD