মালিক সমিতির অনুদান প্রধান
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির পক্ষ থেকে আজ ক্যান্সারে আক্রান্ত একজন সিএনজি চালক নাম- মোঃ মিজানুর রহমান, পিতাঃ আবদুর রহমান, গ্রামঃ দৌলতপুর,ডাকঘরঃ মুদাফরগঞ্জ,উপজেলাঃ বরুড়া,জোলাঃ কুমিল্লা,মোবাইল নং ০১৭৮৮৫০১৬১৭।সড়ক দূর্ঘটনায় অসুস্হ সিএনজি চালক – মোঃ শাহআলম,পিতাঃ আবুল হোসেন সরকার,গ্রামঃ কংগাইশ,ডাকঘরঃ আলীগঞ্জ,উপজেলাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাঁদপুর এবং সড়ক দূর্ঘটনায় অসুস্হ সিএনজি চালক মোঃ শুক্কুর আলম,পিতাঃ আঃ রব,গ্রামঃ সাহেদাপুর,ডাকঘরঃ সাহেদাপুর,উপজেলাঃকচুয়া,জেলাঃ চাঁদপুর। উক্ত ঠিকানাধারী তিনজন সিএনজি চালককে অনুদান প্রদান করেন অত্র সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার। সে সময় সিএনজি মালিক ও শ্রমিকগণ উপস্হিত ছিলেন।