কচুয়ায় যাত্রী উঠাকে কেন্দ্র করে দু’অটো ড্রাইভারের মধ্যে ঝগড়ায় রক্তাক্ত আহত ১
মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হাসিমপুর মিয়ার বাজারে যাত্রী উঠাকে কেন্দ্র করে দু’অটো ড্রাইভারের মধ্যে ঝগড়ায় রিপন (২৯) রক্তাক্ত আহত হওয়ার ঘটনা ঘটেছে। সরজমিনে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে হাসিমপুর গ্রামের আব্দুল সালামের ছেলে রিপন, মিয়ার বাজার স্ট্যান্ড থেকে তার অটোগাড়িতে একজন যাত্রী উঠলে, পাশাপাশি হারিচাইল গ্রামের সোলেমানের ছেলে আলী হোসেন রিপনের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে আলী হোসেন রিপনের মাথার মধ্যখানে গাড়ির লম্বা চাবি দিয়ে আঘাত করলে, ঘটনাস্থলে রিপন লুটিয়ে পড়ে এবং প্রচন্ড রক্তক্ষরন অবস্থায় স্ট্যান্ডের পাশে ডাক্তার শাহাদাত হোসেনের ক্লিনিকে নিয়ে যায়। স্থানীয় চিকিৎসা শেষে রিপনকে উন্নত চিকিৎসার জন্য তার আত্মীয় স্বজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ঘটনায় আলী হোসেনকে আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তির দাবী করেছে এলাকাবাসী।