আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হলেন চাঁদপুরের সুজিত রায়
চাঁদপুর প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতি পদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক পদে চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা সুজিত রায় নন্দী নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
২৪ ডিসেম্বর শনিবার আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নবীণ প্রবীণ মিলিয়ে এ কমিটি নির্বাচিত হয়।
জানা যায়, ১৯৮১ সালের ১৩তম সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে আসা শেখ হাসিনা ১০ম বারের মতো দলটির নেতৃত্ব দেবেন। আর ২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দলটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
এদিকে সুজিত রায় নন্দী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয়সহ নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন। আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় অর্পিত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।