ফরিদগঞ্জের শাশীয়ালী উচ্চ বিদ্যালয় ও সোসাইরচর স.প্রা.বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
আনন্দমুখর পরিবেশে চাঁদপুরের ফরিদগঞ্জে বই উৎসব পালিত হয়েছে। সকালে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। এসময় নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে।
১লা জানুয়ারি সকাল ১০টায় সোসাইরচর সরকারি প্রাথামিক বিদ্যালয় ও সকাল সাড়ে ১০টায় শাশীয়ালী উচ্চ বিদ্যালয়ে এই বই উৎসবের আয়োজন করা হয়।
শাশীয়ালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন ও ইউপি সদস্য রিপন মজুমদার এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর ডালি ডাক্তার মোস্তফা কামাল আবুল কাশেম পাটোয়ারী হাবিবুর রহমান মিজানুর রহমান সাংবাদিক জসীম উদ্দীন সহ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
সোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন বেগম সহকারী শিক্ষক বাহাউদ্দিন রেজাউল করিম সাংবাদিক জসীম উদ্দীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য কবির তপদার সাবেক সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন ।