সাংবাদিকের কিছু গুনাবলী – এস আর শাহ আলম

সাংবাদিকের কিছু গুনাবলী – এস আর শাহ আলম

নিউজ ডেক্স

১) বুদ্ধিমত্তা থাকতে হবে
২) তাকে হতে হবে বন্ধুত্বভাবাপন্ন । বিকৃত মেজাজের লোক এ পেশায় অযোগ্য।
৩) যথেষ্ট সাহসের অধিকারী হতে হবে । সাহস দিয়েই সকল প্রতিকূলতাকে মোকাবেলা করতে হবে।
৪) তার উদ্ভাবনী শক্তি থাকতে হবে।
৫) তার প্রচুর সাংগঠনিক শক্তি থাকতে হবে। ব্যক্তিজীবনে তিনি একজন সুসংগঠিত মানুষ।
৬) প্রচুর ধৈর্য্যশীল হতে হবে। যেকোন ব্যর্থতাকে অসীম ধৈর্য্য ও সাধনার মাধ্যমে সফলতা আনতে হবে।
৭) অত্যন্ত সৎ হতে হবে। কারন সাংবাদিকতা পেশাটা অনেক বড় প্রলোভনের। নিজ কর্তব্যে বলিয়ান হয়ে সকল লোভ লালসা পরিহার করতে হবে।
৮) পর্যাপ্ত কল্পনা শক্তি থাকতে হবে। তবে সবসময় কল্পনার রাজ্যে ডুবে থাকতে হবে এমনটি নয়।
৯) নানারুপ প্রতিকুল পরিবেশ পরিস্থিতি যেমন,যুদ্ধ, দাঙ্গা,অফিসের প্রতিকুল পরিবেশে কাজ করার জন্য তার প্রবল স্নায়ু শক্তি থাকতে হবে।
১০) যথেষ্ট কাজের গতি থাকতে হবে। নিদৃষ্ট সময়ের মধ্যে কপি শেষ করতে হবে, এবং তা হতে হবে নির্ভূল।
১১) একজন সাংবাদিক কে হতে হবে নিয়মানুবর্তী। কারন নিদৃষ্ট সময়ে উপস্থিত হতে না পারলে সে মিস করতে পারে অনেক কিছুই।
১২) একজন সাংবাদিক হবেন পর্যাপ্ত পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী। ভাল-মন্দ উভয় দিক পর্যবেক্ষণ করার ক্ষমতা থাকতে হবে।
১৩) তিনি এমন ব্যক্তিত্বের অধিকার হবেন যাতে সবাই তাকে গ্রহন করেন।
১৪) বিভিন্ন পরিবেশ, পরিস্থিতি ও লোকের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা থাকতে হবে।
১৫) উচুঁ মাপের রসবোধ একজন সাংবাদিকের ব্যক্তিত্ব কে আরো ফুটিয়ে তোলে। তাই কখনো কখনো একজন সাংবাদিক উচুঁ মাপের রসিকও হবেন।
১৬) যেকোন গঠন মূলক কাজে উদ্যোগী হতে হবে। অর্থ্যাৎ উদ্যোগ গ্রহন করার প্রবনতা তার মাঝে থাকতে হবে।
১৭) তিনি হবেন সহনশীল। কাজের চাপে অনেক সময় আহার নিদ্রা সময়মত নাও হতে পারে।এসকল প্রতিকুলতা সহ্য করার মানসিকতা থাকতে হবে।
১৮) তিনি হবেন সরল ব্যক্তিত্ব। সময় সময় হাসিমুখে থাকাটা ও একটি গুন। একজন সাংবাদিক কখনো জীবন বিমুখ নয়, তিনি হবেন জীবন দরদী।

১৯) মানসিকভাবে সতর্ক থাকতে হবে। যেকোন সময় যেকোন সাধারন ঘটনা অমূল্য সংবাদে পরিনত হতে পারে।
২০) সাংবাদিক কে হতে হবে কুটবুদ্ধি সম্পন্ন। কোন কোন জটিল বিষয়ের সমাধান কুটবুদ্ধি ছাড়া সম্ভব নয়। এজন্য বলা হয় সাংবাদিকতা ও গোয়েন্দাগিরি মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে।
এছাড়াও একজন সাংবাদিক কোন লোভের বশবর্তী হয়ে ভূল তথ্য প্রদান তার পেশা ও নৈতিকতার উপর আঘাত হানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD