নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন করলেন অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
মতলব দক্ষিণ প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল। ২ ফেব্রুয়ারি দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম (আল-মামুন), খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহেদুল হক শ্যামল পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার আলম পান্না, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাস্টার, জয়নাল আবেদীন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এমএ মালেক, যুবলীগ নেতা শফিকুল ইলামসহ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।