কচুয়ায় ভূমি উপ-সহকারি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

কচুয়ায় ভূমি উপ-সহকারি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুর কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের ভূমি উপ-সহকারি কর্মকর্তা (তহসিলদার) মো: ইমাম হোসেন পাটওয়ারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকালে রহিমানগর (গোহট দক্ষিন) ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে গোহট উত্তর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো: আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন- গোহট দক্ষিন ইউনিয়ন নব-যোগদানকারী ভূমি কর্মকর্তা কার্তিক চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ, উপজেলা আওয়ামীলীগের সদস্য সহিদ উল্যাহ, ইউপি সদস্য জহির মোল্লা, সহিদুল ইসলাম খাজা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, সাংবাদিক ফরহাদ চৌধুরী, ছাত্রলীগ নেতা ফয়সাল সিকদার, সবুজ হোসাইন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ইমাম হোসেনের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে একটি কুচক্রি মহলের ষড়যন্ত্র মূলক তার এ আকর্ষিক বদলি হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন।

বক্তব্য শেষে ইমাম হোসেনকে বিদায়ী সংবর্ধনার উপহার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD