সোনালী চাঁদপুর নিউজের পরিচালক খায়রুল ইসলাম অসুস্হ সকলে দোয়া করবেন
নিউজ ডেক্স
জনপ্রিয় সোনালী চাঁদপুর নিউজ ডট কম অন লাইন পএিকার পরিচালক ও চাঁদপুর জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল বিগত কয়েক দিন যাবত বুকের ব্যাথা অনুভব হলে, শুক্রবার তিনি চাঁদপুর ডাক্তার এর পরামর্শে ঢাকা চলে যান। ঢাকার ইবনেসিনা হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিলে কর্মরত চিকিৎসক বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা দিলে, শনিবার কিছু রিপোট আসলেও, আরো কিছু রিপোর্ট রোববার আসবে বলে জানা যায়।
এদিকে এ বিষয়ে পরিচালক খায়রুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, বিগত কদিন ধরে সেই পূরনো বুকের ব্যথাটা অনুভব হলে আমি ঢাকায় চলে আসি, এখানে চিকিৎসা চলছে, তবে এখনো ভর্তি হইনি, আগামী কাল পরিপূর্ণ রিপোর্ট আসলে চিকিৎসক এর পরামর্শে চিকিৎসা নিতে হবে। তবে এনজিওগ্রাম রিপোর্ট টি আসলে সব কিছু বোঝা যাবে। আর তাই সবার উর্দেশ্য বলেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেনো আমাকে সুস্থ করে আপনাদের কাছে ফিরিয়ে আনে।
অপর দিকে পএিকার পক্ষ থেকে দেশবাসীর কাছে রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন পএিকার পরিবার বর্গ।