মতলবে খাজনা আদায়ে সচেতনতামুলক ক্যাম্পিং অনুষ্ঠিত

মতলবে খাজনা আদায়ে সচেতনতামুলক ক্যাম্পিং অনুষ্ঠিত

মতলব দক্ষিণ প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পৌর ভূমি অফিসের উদ্যোগে অন-লাইনে খাজনা প্রদানে সচেতনতা মুলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ফেব্রুয়ারি) পৌরসভার ৭নং ওয়ার্ডের নলুয়া মহল্লার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত অন-লাইনে ভূমি খাজনা আদায়ে সচেতনতা মুলক ক্যাম্পিং এ ভূমি সহকারী কর্মকর্তা মো: হাবিব উল্লাহ পাটোয়ারী, উপসহকারী কর্মকর্তা মো: আবু সুফিয়ান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উক্ত ক্যাম্পিংয়ে জেলা প্রশাসক মো: কামরুল আহসান এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) রেনু দাস এর সার্বিক সহযোগিতায় অন-লাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে এ সচেতনা মুলক ক্যাম্পিং বাস্তবায়ন করা হয়।
এ সময় বিভিন্ন ভূমি মালিকদের কাছ থেকে অন-লাইনে ১ লাখ ১২ হাজার টাকা খাজনা আদায় করা হয়।

এ সময় ভূমি সহকারী কর্মকর্তা মো: হাবিব উল্লাহ পাটোয়ারী উপস্থিত জমি মালিকগণের উদ্দেশ্যে বলেন, সঠিক সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও সরকারের রাজস্ব আদায়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD