কচুয়ায় আওয়ামীলীগ নেতা আমিন উদ্দীনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

কচুয়ায় আওয়ামীলীগ নেতা আমিন উদ্দীনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আমিন উদ্দীনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়েদুল কাদের এমপি’র আজ সোমবার ৬ ফেব্রুয়ারী এক স্বাক্ষরিত পত্রে উল্লেখ থাকে যে, জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দিতার অভিযোগে ইতিপূর্বে আপনাকে সংগঠন থেকে অব্যহতি প্রদান করা হয়। আপনার বিরুদ্ধে আনীত সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কোন কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন। এমতাবস্থায়, গত ১৭ ডিসেম্বর, ২০২২ ইং তারিখে গনভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আপনার আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি ও কর্মকান্ড শৃংখলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD