নিখোঁজ শিশুকে উদ্ধার পূর্বক তার পরিবারের নিকট বুঝিয়ে দেন পুলিশ সুপার

নিখোঁজ শিশুকে উদ্ধার পূর্বক তার পরিবারের নিকট বুঝিয়ে দেন পুলিশ সুপার

লক্ষীপুর প্রতিনিধি

অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ নিখোঁজ হওয়া শিশুকে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির সামনে অভিভাবকহীন কান্নাকাটি করা অবস্থায় জেলা পুলিশ, লক্ষীপুরের একজন সদস্য শিশুকে দেখতে পায়। তারপর পুলিশ সুপার মহোদয় ও পুলিশ কন্ট্রোল রুম, লক্ষ্মীপুরকে জানায়। এরপর উক্ত শিশুকে যত্ন সহকারে শহর পুলিশ ফাঁড়িতে আনলে তার নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা সহ তার আত্মীয়-স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য জেলা পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা করেন‌ এবং পরবর্তীতে শিশুর পরিবারের খোঁজ পাওয়া যায়। জেলা পুলিশ, লক্ষীপুর শিশুর প্রকৃত অভিভাবকদের যাচাই-বাছাই পূর্বক শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সেলিনা মাহফুজ সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর।

এছাড়া পুলিশ সুপার শিশুটিকে প্রয়োজনীয় কিছু খাবার এবং শিশুর জন্য নতুন ড্রেস ও কম্বল প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD