অসুস্থ শ্রমিক কে আর্থিক অনুদান দিলো সিএনজি মালিক সমিতি
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ১৮-৭৮ এর পক্ষ থেকে একজন অসুস্থ সিএনজি চালক শ্রমিক কে আর্থিক অনুদান প্রধান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধার পরে দোয়াভাঙ্গা গেইট মালিক সমিতির অস্থায়ী কার্যালয় অসুস্থ সিএনজি চালক শ্রমিক কে আর্থিক অনুদান হাতে তুলে দেন সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার , সে সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সুমন পাটোয়ারী ও পৌর শ্রমিক লীগের সভাপতি শহিদ সহ আরো অনেকে।
মালিক সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে যখন আবুল হোসেন মজুমদার সভাপতির দায়িত্ব পালন শুরু করেন ঠিক সেই থেকে আজও তিনি সিএনজির মালিক ও চালক সহ সমিতির সদস্য এবং সকল শ্রমিক অসুস্থ হলেই চিকিৎসা সেবার জন্য আর্থিক সহযোগিতা করে আসছেন। তার সাথে মানবিক সেবায় তিনি এগিয়ে আছেন।