পুরানবাজার যুবক সমিতির মসজিদের নির্ন্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র জিল্লুর রহমান জুয়েল
পুরানবাজার প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরানবাজার নিতাইগঞ্জ রোড স্হল ঐতিহ্য বাহি মুসলিম যুবক সমিতির মসজিদ এর দ্বীতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন পৌর সভার মেয়র এড জিল্লুর রহমান জুয়েল , সে সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যনেল মেয়র ও যুবক মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আলী মাঝি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর চেম্বার পরিচালক গোপাল চন্দ্র সাহা,পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ ঘোপ,১-২-৩ নং ওয়াডের মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম, ১ নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সহ সভাপতি আব্দুল মজিদ খাঁন ডেঙ্গু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাফর আহাম্মেূ, ও মামুন, এছারা ছাএলীগের তানভীর আহাম্মেদ,অন্তর বেপারি, তৌকির আহাম্মেদ সহ আরো অনেকে।
মসজিদের দ্বিতীয় তলা ভবনটির নির্ন্মাণ কাজ পরিদর্শন কালে মেয়র বলেন, আমরা সকলে মিলে এই ধর্মীয় প্রতিষ্ঠান টি বাস্তবে রুপান্তরিত করবো, সকলের আর্থিক সহযোগিতায় আমাদের সকলের ইচ্ছা শক্তি পূরণ করতে এই মসজিদের নির্ন্মাণ কাজ এগিয়ে যাবে, তাই আমারা মসজিদের দ্বিতীয় তলার কাজ শেষ করতে সকল সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।