ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউপিতে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালিত
জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালীথুবা পূর্ব ইউনিয়নে দলীয় নেতা-কর্মীরা গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তিসহ দশ দফা দাবীতে শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
এছাড়াও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ হান্নান ও বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের দিকনির্দেশনায় উপজেলার ১ টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন। ইউনিয়ন পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে ব্যানার সম্বলিত বিভিন্ন শ্লোগান সহকারে মিছিল করেন।
২ নং বালীথুবা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিকেলে চাঁদপুর টু রামগঞ্জ সড়কের বালীথুবা রাস্তার মাথা হইতে একতা বালীথুবা ও পাটোয়ারী বাজারে পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী হারেজ মিয়াজির পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন খান নয়ন যুব বিষয়ক সম্পাদক আবু তাহের গাজী।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মহসিন , সাংগঠনিক সম্পাদক মহরম খান জিয়া ,সদস্য জসিম উদ্দিন মিয়াজী, ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মামুন হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল্লাহ সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি সমর্থিত পাঁচ শতাধিক নেতাকর্মী।