কচুয়ায় বেসরকারি হজ্ব কাফেলার আয়োজনে
দোয়া-মিলাদ অনুষ্ঠিত
মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হাজী বুজরত আলী বে-সরকারি হজ্ব কাফেলার আয়োজনে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে রহিমানগর দক্ষিন বাজার হাইস্কুল জামে মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী বুজরত আলী বে-সরকারি হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবুল বাশার জানান, ৪০ জন ওমরা হজ্ব যাত্রী নিয়ে শনিবার সন্ধ্যা পৌনে ৬ টায় সৌদি আরবের উদ্দেশ্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। এ কাফেলায় ওমরা যাত্রীদের মধ্যে রয়েছেন- অবসরপ্রাপ্ত ইউপি সচিব মো: আজমীর ও কচুয়া উপজেলা নিকাহ রেজিষ্টার কাজী সমিতির সাধারন সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবিব। দোয়া মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মাও: তাজুল ইসলাম আল-কাদেরী, আলহাজ্ব আনোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
দোয়া মিলাদ পরিচালনা করেন হাফেজ মেছবাহুল ইসলাম লতিফী।