বিএনপি জামায়াত তথাকথিত আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায় – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিএনপি জামায়াত তথাকথিত আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায় – শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

এস আর শাহ আলম

বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথির বক্তব্যে বলেন- আমাদের আজ এ শান্তি সমাবেশ করতে হচ্ছে, কারন এ চিহ্নিত চক্র তারা আজ শান্তি বিনষ্ট করতে উদ্ধত হয়েছে। তারা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রকম বিভ্রান্তিকর দাবী নিয়ে তথাকতিত আন্দোলনের নামে দেশে শান্তি শৃংখলা বিনষ্ট ও দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিগত দিনে বিশ্বে এ দেশকে ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিত করেছে। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার আজ দেশকে বিশ্বে ৫ম স্থানে পৌছে দিয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রকে সহযোগিতা করে আমাদের এ ভিক্ষুকের দেশ মুছে দিয়েছেন। তিনি আরও বলেন,অবৈধ জামায়াত বিএনপি তথাকতিত আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ সচেতন থেকে নৌকা প্রতীকের উপর আস্থা রাখার জন্য জনসাধারনের প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী।

শনিবার (১১ ফেব্রুয়ারী) আওয়ামীলীগ নেতা মিন্নত আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন-চাঁদপুর সদর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ঢাকা শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি জিএম আতিকুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদ কচুয়া ওয়ার্ডের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD