মালিক সমিতির নেতা দাবি করে আরেফিন বাপ্পি বি আর টি তে দাপিয়ে বেরানোর অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ১৮-৭৮ এর রেজি নং এর নেতা দাবি করে শামসুল আরেফিন বাপ্পি নামে একজন চাঁদপুর বি আর টি অফিসে দাপিয়ে বেরানোর অভিযোগ পাওয়া গেছে। জানা যায় চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার বলেন একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আরেফিন বাপ্পি চাঁদপুর বি আর টি অফিস সহ বিভিন্ন দপ্তরে গিয়ে নিজেকে সমিতির সভাপতি ও নেতা দাবি করে নানাহ ধরনের অপরাধ করে আসছে, তার অপরাধের শিকার শুধু অফিস কর্মকর্তা কিনবা কর্মচারী না, একই ভাবে জেলার সিএনজি চালক ও মালিকদের সাথেও প্রতারণা করার খবর পেয়ে আমরা নিজেদের সাংগঠনিক ব্যাবস্হা গ্রহন করার কথা বলি। একই সাথে আমি সভাপতি হিসেবে বলবো ওই মাদক মামলার আসামি আরেফিন বাপ্পি আমাদের সমিতির কোন সদস্য না এবং তার সাথে সমিতির কোন সম্পর্ক নেই, এবং আগামীতে সে যদি আমাদের মালিক সমিতির সভাপতি কিনবা নেতা পরিচয় দিয়ে কোন অপরাধ কিনবা কারো সাথে প্রতারণা করে তাহার জন্য মালিক সমিতি দায়ি থাকিবে না, একই সাথে ওই প্রতারক এর বিরুদ্ধে আইনিব্যাবস্হা গ্রহন করার অনুরোধ করা হলো।
এদিকে মামলার সূত্রে জানা জায় ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার মাদক মামলা – নং জি আর ১৪/১৭ বিগত ২৬ /১১/২২ চাঁদপুর চিফজুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ হইতে দীর্ঘদিন পলাতক থাকায় আদালত মাদক মামলায় অভিযুক্ত সামছুল আরেফিন বাপ্পি কে ১ এক বছরের সাজা প্রদান করেন।
অপরদিকে এ বিষয়ে শামসুল আরেফিন বাপ্পি কে বহু খুজেও না পেয়ে তাহার কোন মতামত তুলে ধরা গেলো না।