সিএনজিতে ফেলে যাওয়া এটিএম কার্ড ও জাতীয় পরিচয় পএ মালিকের সন্ধান চাই
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির উদ্দেগে সব সময় যাএীদের হারানো মালামাল সহ নগত টাকা ও মোবাইল ফোন সহ প্রয়োজনীয় সকল কিছু ফিরিয়ে দিতে মালিক সমিতির পক্ষ থেকে স্হানীয় প্রিন্ট ও অনলাইন পএিকায় সংবাদ প্রকাশ করা হয় নিয়মিত , তার সাথে মালিক সমিতির ফেসবুক আইডিতেও প্রকাশ করা হয়। এর পরও শাহরাস্তি দোয়াভাঙ্গা গেইট মালিক সমিতির কার্যালয়ে বহু বেগ জমা রয়েছে, যে সব বেগ গুলি সি এনজিতে চলাচলের সময় যাএীরা ভূল করে ফেলে যায়, আর ওইসব হারানো মালামাল গুলি চালকরা, লাইনম্যানদের কাছে জমা দিলে, লাইনম্যান তাহা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার এর বরাবর জমা প্রধান করে আসছে, এই ভাবে যাএীদের হারানো মালামাল ফিরে পান, আর ফিরে পেলেও বহু বেগ এখনো আছে যাহার প্রকৃত মালিকদের খুজে বেড়াচ্ছেন মালিক সমিতি।
এদিকে চলতি সপ্তাহে শাহরাস্তি সিএনজি গাড়িতে যাত্রী সাধারণের ভুল করে রেখে যাওয়া একটি এটিএম কার্ড, সুজন নামে একটি জাতীয় পরিচয়পত্র ও খোরশেদ আলম নামে একটি ড্রাইভিং লাইসেন্স সহ কিছু জিনিসপত্রের ব্যাগ ফেলে গেলে তাহা চালকদের সততায় চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির প্রধান কার্যালয়ে জমা আছে। আর সেই সব মালামালের প্রকৃত মালিকগন উপযুক্ত প্রমাণ দিয়ে উক্ত জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে আহবান করেন অত্র সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।