নীলফামারীতে অঞ্জাত যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারীতে অঞ্জাত যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোকড়া নন্দীপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ডোমার থানার পরিদর্শক মাহমুদ উন নবী। বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য অশ্বনী কুমার রায় বলেন, “স্থানীয়রা সকালের দিকে গ্রামের একটি ভুট্টাক্ষেতের ধারে মরদেহটি পড়ে রয়েছে এমন সংবাদ দিলে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেই। পরে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।” পরিদর্শক মাহমুদ উন নবী জানান, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে একটি সাদা জ্যাকেট ও কালো প্যান্ট আছে। সুরহতাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় শনাক্তকরণসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে আইনী প্দক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান পরিদর্শক মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD