মতলবের নারায়ণপুরের বোয়ালজুড়ি খালের উপর নির্মিত ব্রীজত নয় যেনো মরণ ফাঁদ

মতলবের নারায়ণপুরের বোয়ালজুড়ি খালের উপর নির্মিত ব্রীজত নয় যেনো মরণ ফাঁদ

পলাশ রায় মতলব দক্ষিণ

গাড়ী পারাপারকালেই ভয়াবহভাবে কেঁপে উঠছে ব্চাঁরীজ, এ যেনো মরণ ফাঁদ চাঁদপুরের মতলব দক্ষিণের গৌরিরপুর নারায়ণপুর বাজার সংলগ্ন বোয়ালজুড়ি খালের উপর নির্মিত সরু ব্রীজটি। যাত্রীরা বলছেন,দ্রুত যথাযথ ব্যবস্থা না নিলে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। যদিও সংশ্লিষ্ট দপ্তর বলছে, নতুন প্রকল্পের কাজ শুরু হলেই এর সমাধান পাবেন যাত্রীসাধারণ।

সরজমিন দেখা যায় ব্রিজটিতে গাড়ী উঠলে গাড়ীতে থাকা সাধারণ যাত্রীদের মনের ভীতরে আতঙ্ক পরিলক্ষিত হয়।

স্থানীয়রা বলেন, ব্রিজটি দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন চলায় এবং নীচের খাল দিয়ে অবৈধ নৌযান চলাচলের কারনে ব্রীজের পিলারের নিচের মাটি সরে গেছে। এছাড়াও ব্রিজের আস্তর খসে পড়ে ব্রিজটি এখন নড়বড়ে অবস্থায় মরণ ফাদেঁ পতিত হচ্ছে বলেই অল্প যানবাহনেই কেঁপে উঠছে। তাই দ্রুত এটিকে সংস্কার ও সময়োপযোগী প্রশস্ত করার দাবী জানাচ্ছি।

স্থানীয় নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. শরীফ বকাউল বলেন, প্রায় ৩ যুগ আগে চাঁদপুর জেলা ছাড়াও পাশবর্তী নোয়াখালী, লক্ষীপুরসহ আশপাশের কয়েকটি জেলার যাত্রী সাধারণের চলাচলের পথ সুগম করতে ব্রীজটি নির্মিত হয়। কিন্তু ঐ সময়ে পরিকল্পনা সঠিক না হওয়ায় ব্রীজটি ঐসময় অত্যান্ত সরু হয়। এতে করে ব্রিজটির এক প্রান্ত দিয়ে একটি সিএনজি প্রবেশ করলেই বিপরীত দিকের কোন প্রাইভেটকার কিংবা যাত্রিবাহী কোন বাস বা পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় যানজট লেগেই থাকে।

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাঈনুল ইসলাম টিপু বলেন, এই ব্রীজটি দিয়ে প্রতিদিন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ও নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ব্রীজ ভেঙ্গে পড়ার আতঙ্ক নিয়েই যাতায়াত করছে। তাই এর একটা সমাধান হওয়া সময়ের দাবী।

এ প্রসঙ্গে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহা বলেন, নারায়ণপুর বাজারের পশ্চিম পাশ দিয়ে একটি বাইপাস সড়কসহ নতুন ব্রিজ হচ্ছে। আমরা ইতিমধ্যে ওই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং সার্ভে করেছি। ডিপিটিও রেডি করে ফেলছি এবং ডিজাইনও হয়ে গেছে। আশা করছি আগামী এক মাসের মধ্যেই ওই প্রকল্প শুরু করতে পারবো তাহলেই এই ব্রীজটি আর কাজে আসছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD