হেরে গেলে থেমে যাওয়া যাবে না, চলতে হবে –জেলা প্রশাসক কামরুল হাসান

হেরে গেলে থেমে যাওয়া যাবে না, চলতে হবে
–জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বাবুরহাটস্থ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এর রকম ক্রীড়া প্রতিযোগিতায় আসলে আমার শৈশবের স্মৃতি মনে পরে যায়। খুব ভালো খেলোয়াড় না হওয়ায় তখন কোন পুরস্কার পেতাম না। অন্যরা যখন পুরস্কার নিয়ে যেতো তখন খারাপ লাগতে। আমি যখন অনুস্ঠানে আসি তখন এ শৈশবের স্মৃতি বলেই মজা পাই।

জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হেরে গেলে থেমে যাওয়া যাবে না, চলতে হবে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও অনেক ভালো করছে এ প্রতিষ্ঠানগুলো। অবসর সময়ে ভালো কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

আলোচনা সভার পূর্বে সরকারি শিশু পরিবার ও বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং পরে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এর আগে সকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ.এস.এম. মোসা।

এসময় চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক, সাকির বাক-শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD