হাইমচরে নীলকমল মধ্যচরে মাটি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে . নুর হোসেন পাটওয়ারী
শাহ আলম মিজী হাইমচর
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইব্রাহিম মৃধা কান্দি এলাকায় রাতের আধারে মাটি কাটার সংবাদ পেয়ে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী মাটি কেটে নেওয়ার স্থান পরিদর্শন করেছেন। এ সময় হাইমচরের নীলকমল ইউনিয়নের জনগন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী সাথে দেখা করে এবং তার মাটি কাটা বিরুদ্ধে প্রতিবাদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোরদাবী করেন। এ সময় উপস্থিত জনতার সামনে বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, নীলকমল ইউনিয়নের এক কদম মাটি কাউকে কাটতে দেওয়া হবে না। এই চরের জনগণ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাতভর পাহাড় দিবো। সকলে ঐক্যবদ্ধ হয়ে নীলকমল মধ্যচরের মাটি রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হতে হবে। মাটি রক্ষা হাইমচর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেউ মাটি কাটার জন্য আসলে তাকে আটক করে আমাকে জানাবেন আমি তাকে ২০ হাজার টাকা পুরস্কৃত করবো। কেউ যেন দুঃসাহসিকতা না দেখায়। আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও মাটি রক্ষা করবো। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ বাশার, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু সরকার, হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি সদস্য দাদন শিকদার, আওয়ামী লীগ নেতা আঃ হক মোল্লা, ইউপি সদস্য মনির হোসেন গাজী, যুবলীগ নেতা মোঃ ফারুক মিয়াসহ স্থানীয় এলাকাবাসী।