পুনাক চাঁদপুরের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পুনাক চাঁদপুরের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর জেলার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে আজ (২৭ ফেব্রুয়ারি ২০২৩) হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী।

বিতরণ পূর্বে তিনি বলেন, সমাজে প্রতিবন্ধীদের বোঝা না ভেবে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, যথাযথভাবে পরিচর্যা করলে তারা সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলানোসহ তাদের মৌলিক অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. আফসানা শর্মী বলেন, বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশ প্রতিবন্ধী মানুষ। শুধু সমাজ বা রাষ্ট্র থেকেই নয়, এমনকি পরিবার থেকেও প্রায়শই বঞ্চনা আর নেতিবাচক আচরণের শিকার হন প্রতিবন্ধী ব্যক্তিরা। পুনাক সভানেত্রীর সার্বিক দিকনির্দেশনায় মানবিক ও সেবামূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখবে পুনাক, চাঁদপুর।

প্রধান অতিথি ১২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

পুনাক চাঁদপুরের সহ-সভানেত্রী পূজা দাস রায়, সাধারণ সম্পাদিকা মৌমিতা সাহা, কোষাধ্যক্ষ তন্দ্রা দাস, সাংগঠনিক সম্পাদিকা ঈশানা আরাফাতসহ অন্যান্য পুনাক সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী পুনাক শপিং সেন্টার, চাঁদপুরের শুভ উদ্বোধন করেন। তিনি পুনাক, চাঁদপুর কার্যালয় পরিদর্শন করে পুনাক, চাঁদপুরের সার্বিক কর্মক্রমের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD