ফরিদগঞ্জ রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা মহোদয়গনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদগঞ্জ রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা মহোদয়গনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ :

চাঁদপুরের ফরিদগঞ্জ রুপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের প্রয়াত প্রতিষ্ঠাতা মহোদয়গনের স্মরণে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহসান উল্লাহ চৌধুরী সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ এর সঞ্চালনায় স্মরণ সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহোদয়গণের জীবনকর্ম নিয়ে স্মৃতিচারণ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ মেহেদী হাসান চৌধুরী প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য ও রুপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় এর দাতা সদস্য।

অন্যান্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, এম কে মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আব্দুল্লাহ আল মামুন উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ খোরশেদ আলম মিন্টু শিক্ষা অনুরাগী সদস্য অত্র বিদ্যালয়, অভিভাবক সদস্য মোঃ ফারুক খান, মোহাম্মদ রিয়াদ হোসেন, নজরুল ইসলাম সুমন ,আজাদ মিয়া রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরামুল হক ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য মানিক পাঠান, আবু হেনা মুস্তফা, এসএম মিজানুর রহমান, শিমুল হাসান, জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সন্তোষপুর দরবার শরীফের আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ পীর সাহেব দোয়ায়েগীর হিসেবে উপস্থিত থেকে প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যগণের জন্য দোয়া ও মোনাজাত পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ এবং বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD