সিআইডি গাজীপুর কর্তৃক হত্যা মামলার আসামী গ্রেফতার।
গাজীপুর প্রতিনিধি
সাবেক জয়দেবপুর বর্তমানে বাসন থানার একটি হত্যা মামলা ( মামলা নং- ১৬৯ তারিখ- ৩০/৩/২০১৭ ইং ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ) এর তদন্তকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী মোঃ মোজাহিদ তালুকদার তার জবানবন্দিতে আসামী মোঃ সবুজ আহম্মেদ(৩৫) পিতা- মোঃ জামাল উদ্দিন, মাতা-সেলিনা আক্তার, সাং- ইটাহাটা (এফ ব্লক ১৩নং ওয়ার্ড) থানা- বাসন, জিএমপি, গাজীপুরের উক্ত হত্যা মামলায় জড়িত থাকার কথা উল্লেখ করে। হত্যা সংঘটিত হওয়ার পর গ্রেফতার এড়াতে মোঃ সবুজ আহম্মেদ আত্মগোপনে চলে যায়।
দীর্ঘ দিন পলাতক থাকার পর, মামলার ঘটনায় নিয়োজিত সোর্সের দেওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় সিআইডি । পরবর্তীতে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের দিকনিদের্শনায় এবং বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ রিয়াজুল হক এর সার্বিক তত্ত্বাবধানে সিআইডি গাজীপুরের একটি টিম গত ২৭/০২/২০২৩ তারিখ বেলা অনুমান ১৬:১০ ঘটিকার সময় বাসন থানাধীন নাওজোর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সবুজকে গ্রেফতার করে । হত্যা মামলাটির সুষ্ঠু তদন্ত এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ রিমান্ডের আবেদন সহ ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।