হারানো মালামালের মালিকের সন্ধান চাই
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ১৮৭৮ এর মানবিক যাএী সেবা অব্যহত থাকায় এখনো যাএীদের হারানো মালামাল গুলি ফিরে পাচ্ছে তাই পূর্বের ন্যায় এখনো মালিক সমিতির ফেসবুক আইডি সহ আমাদের অনলাইন পএিকায় নিয়মিত প্রকাশ করে আসছেন যাএীদের হারানো মালামাল ফিরিয়ে নেবার জন্য,
বুধবার শাহরাস্তি এলাকায় সিএনজি গাড়িতে যাত্রী সাধারণের ভুল করে রেখে যাওয়া একটি জামা-কাপড়ের ব্যাগ এবং অনেকগুলো ঔষধ সহ একটি ব্যাগ গাড়িতে ফেলে গেলে শাহরাস্তি দোয়াভাঙ্গা কার্যালয়ে
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির প্রধান কার্যালয়ে সিএনজি চালক এবং লাইনম্যানগন জমা রাখে। উপযুক্ত মালামালের প্রমাণ দিয়ে উক্ত জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে আহবান করেছেন সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।
তাই চাঁদপুর জেলা শাহরাস্তি দোয়াভাঙ্গা গেইট মালিক সমিতির কার্যালয় থেকে নিয়ে যাওয়া অনুরোধ করা হলো