চাঁদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের -ঃ বিজ্ঞপ্তিঃ-

চাঁদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের -ঃ বিজ্ঞপ্তিঃ-

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশের মত চাঁদপুর জেলার চাঁদপুর পৌরসভা, কচুয়া, শাহরাস্তি, মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বেদে ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা, হিজড়া ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, বেদে শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ও হিজড়া শিক্ষা উপবৃত্তির অর্থ G2P (Government to Person) পদ্ধতিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) “নগদ” এর মাধ্যমে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

অপরিচিত যেকোন অসাধু ব্যক্তি যেকোন দরিদ্র ও অসহায় ভাতাভোগীকে ফোন দিয়ে সমাজসেবা অধিদফতরের নাম বলে বা সমাজসেবা কার্যালয়ের নাম বললে অথবা যেকোন পরিচয়ে জরুরি প্রয়োজনে PIN নম্বর (Personal Identification Number) জানতে চাইতে পারে – কেউ যেন পিন নম্বর বা কোড নম্বর জানতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

নিশ্চিতভাবে জেনে রাখুন – সমাজসেবা অধিদফতর বা সমাজসেবা কার্যালয় থেকে কখনই কোন ভাতাভোগীর কাছে পিন নাম্বার বা কোড নম্বর জানতে চাওয়া হয় না।

অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করা যাচ্ছে – বেশ কয়েকটি সংঘবদ্ধ, সংগঠিত প্রতারক চক্র বিভিন্ন ভাতাভোগীদের ফোন দিয়ে বিভিন্ন পরিচয়ে পিন নম্বর বা কোড নম্বর জেনে নিয়ে বিভিন্ন ভাতা ও উপবৃত্তির অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় রত রয়েছে।

এমতাবস্থায় অসহায় দরিদ্র সহজ সরল ভাতাভোগীর অসতর্কতার কারণে প্রতারক চক্র কর্তৃক প্রতারিত হলে সমাজসেবা অধিদফতর বা সমাজসেবা কার্যালয় কোনভাবেই এর দায় বহন করবে না।

মোবাইল ফিন্যান্সিয়াল সিস্টেম নগদ এর মাধ্যমে ভাতাভোগীদের ভাতা’র অর্থ বিতরণ করার লক্ষ্যে প্রত্যেক ভাতাভোগীকে সংশ্লিষ্ট হিসাব পরিচালনার জন্য ৪ সংখ্যার গোপন পিন নম্বর প্রদান করা হয়েছে।

নগদ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এ পিন বা কোড,নম্বর কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিৎ নয়। কেউ পিন নাম্বার বা কোড নম্বর জানতে চাইলে দয়া করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বা থানার অফিসার ইন চার্জের নিকট অবহিত করুন।

উল্লেখ্য যে, চাঁদপুর সদর, হাইমচর, হাজীগঞ্জ এবং ফরিদগঞ্জ উপজেলায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং পদ্ধতিতে ভাতা ও উপবৃত্তির অর্থ বিতরণ করা হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সমাজসেবা অধিদফতর কর্তৃক সামাজিক নিরাপত্তা কর্মসূচি র আওতায় চাঁদপুর জেলার ২,০৯,৭৩২ (দুই লক্ষ নয় হাজার সাতশত বত্রিশ) জনকে বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি সুবিধা বাবদ বছরে ১৫০ কোটি ৯০ লক্ষ ৫৫ হাজার ৮ শত টাকা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD