খুলনার খুনের মামলার মাস্টার মাইন্ড আসামী গ্রেফতার

খুলনার খুনের মামলার মাস্টার মাইন্ড আসামী গ্রেফতার

খুলনা প্রতিনিধি

খুলনা সিআইডির অভিযানে খুলনার রূপসা থানার আলোচিত আমান শেখ (৪০) খুন মামলার মাস্টার মাইন্ড ১ নং আসামীকে গ্রেফতার করেছে সিআইডি খুলনার একটি চৌকস দল। উক্ত আসামী বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রূপসা থানার মামলা নং-০৭ তারিখ-০৩/১২/১৮ খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০২/৩০৭/৩৭৯ পেনাল কোডের ১ নং আসামী মোঃ মালেক সরদার (৪৫), পিতা-লোকমান সরদার, সাং-জাবুসা (নবিন নগর), থানা-রূপসা, জেলা-খুলনাকে সিআইডি খুলনা একটি চৌকস টিম গত ২৫/০২/২০২৩ খ্রিঃ ঢাকা জেলা ধামরাই থানাধীন একটি প্রত্যন্ত ইট ভাটা হতে পুলিশ পরির্দশক মোঃ শফিকুল ইসলাম এবং এসআই শেখ সাইফুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে ০৫ দিনের রিমান্ত এনে জিজ্ঞাসাবাদে এই হত্যার মূল মাস্টার মাইন্ড হিসেবে স্বীকার করেন। জানা যায়, খুলনা রূপসা থানাধীন জাবুসা (নবিন নগর) আসামীদের বাড়ীর পাশে ভিকটিম আমান শেখের ঘের(মাছ চাষের পুকুর) ছিল যেখানে সে একই বসবাস করতঃ। ঘেরের পাশেই আসামীর বাড়ী ছিল। আসামী সহিত তার শাশুড়ী ছেলেও বসবাস করত। শাশুড়ী ভোর থেকে রাত্র পর্যন্ত অন্যের বাসায় কাজে যেত ও ছেলে স্কুলে যেত এবং আসামী মালেক নিজে সারাদিন কাঠগোলায় কাজ করত। এই সুযোগে আসামীর স্ত্রীর সহিত ভিকটিমের পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। এই পরকিয়া সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া-ঝাটি হত। এক পর্যায়ে আসামী মালেক সরদার পরিকল্পনা মোতাবেক গত ২৮/১১/২০১৮ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০১.০০ ঘটিকার সময় আসামী এবং তার সহযোগীরা মিলে এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আমান শেখ মৃত বরণ করেন।

ভিকটিমের মৃত্যুর পর থেকে আসামী ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিজেকে আত্মগোপন করে রাখে। সিআইডি খুলনা চৌকচ টিম প্রযুক্তির সহযোগিতায় গ্রেফতার করে ০৫ দিনের রিমান্তে এনে জিজ্ঞাসাবাদ শেষে অদ্য ০২/০২/২০২৩ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে হাজির করলে উক্ত আসামী ঘটনার বিস্তারিত বিবরণ দেন এবং বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD