চাঁদপুর ভিক্ষুক পূর্ণবাসনের জন্য ৫ জন কে অনুদান প্রধান
চাঁদপুর প্রতিনিধি
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় চাঁদপুর পৌর এলাকার ০৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ০৪ টি ভ্যানগাড়ি, ০১ টি গাভী, সহায়ক উপকরণ ও অনুদান বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ ০৫ মার্চ ২০২৩ খ্রিঃ রবিবার বেলা ০১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসন চাঁদপুর ও শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে এক অনুষ্ঠানে আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁদপুর ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক, জনাব রজত শুভ্র সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ০৫ জন ভিক্ষুকের নিকট ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের এসব উপকরণ তুলে দেন।
শহর সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ মনিরুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের প্রতিনিধি জনাব শেখ মহিউদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদফতর, চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মোঃ ইব্রাহিম মিয়া, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উপকারভোগীগণ হলেন- ১। সালেহা বেগম, স্বামীঃ মোঃ সৈয়দ আলী সরদার, মাতাঃ মৃত-আমেনা খাতুন, মধ্য শ্রীরামদী, (জালাল বেপারীর বাড়ী), পুরানবাজার, চাঁদপুর (১টি ভ্যান গাড়ী, ১টি ডিজিটাল পাল্লা ও মাছ রাখার বড় গামলা, বড় থালা ও ১২,৫০০/-)
২। রায় বানু, পিতাঃ আক্কাস মোল্লা, মাতাঃ হালেমা খাতুন, যমুনা রোড, ৭নং ওয়ার্ড, চাঁদপুর সদর, চাঁদপুর (১টি ভ্যানগাড়ী, ১টি ডাবল বার্ণার চুলা, কেতলি ২টি, ২টি ১২ কেজি গ্যাস সিলিন্ডার, চায়ের কাপ ১ ডজন, বালতি ১টি, চা-ছাকনি ২টি, জগ ২টি, গ্লাস ২টি, কন্টেইনার ২টি ও নগদ ৭,০০০/-)
৩। জরিনা বেগম, পিতাঃ সামসুদ্দিন দেওয়ান, মাতাঃ রাশিদা বেগম, যমুনা রোড, ৭নং ওয়ার্ড, বড় স্টেশন, চাঁদপুর (১টি ভ্যানগাড়ী, ১টি ডাবল বার্ণার চুলা, ১টি বড় সসপ্যান ঢাকনাসহ, ১টি ১২ কেজি গ্যাস সিলিন্ডার, ১টি পানির ট্যাংক, ২০ লিটার বালতি ১টি, ২টি জগ, ২টি গ্লাস, হাফ প্লেট ১৫টি, চামচ ১৫টি, চটপটির বাটি ১৫টি ও নগদ ৮,০০০/-)
৪। হাওয়া বিবি, পিতাঃ ওয়াহাব আলী খালাশী, মাতাঃ মরিয়ম বেগম, কবরস্থান রোড, ৭নং ওয়ার্ড, রেলওয়ে, চাঁদপুর (১টি ভ্যানগাড়ী, বাস্কেট ৬টি খেলনা সামগ্রী ও নগদ ১০,৫০০/-)
৫। আব্দুর রশিদ ঢালী, পিতাঃ মোঃ কালা চান ঢালী, মাতাঃ আজিমুন্নেছা, স্ট্যান্ড রোড, ৭নং ওয়ার্ড, চাঁদপুর এর মাঝে বিতরণকৃত উপকরণের মধ্যে হচ্ছে- ১টি উন্নত জাতের গাভী ও নগদ ৪,০০০/-)