পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
পুরানবাজার প্রতিনিধি
চাঁদপুর জেলা পৌরসভার পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার ৫ ই মার্চ,
সকাল ১০ টার সময় বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন চাঁদপুর চেম্বার অব কমাস ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর চেম্বার এর সহ সভাপতি তমাল কুমার ঘোষ, মধু সূদন উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী, ২ নং সি হল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা নাসরিন,।বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা বেগম ও সহকারি শিক্ষিকা কল্পনা সরকার , সহকারি শিক্ষক মনসুর আহামেদ , বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন মিয়াজী ও আলী হোসেন জমদার, সহ আরো অনেকে,
শুরুতেই আগত অতিথিদের ফুল দিয়ে বরণ ও বেইচ পরিদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীগন,
পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি গনরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
শিক্ষার্থী ইভা আক্তার ও মীম আক্তার এর যৌথ পরিচালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দু,
কোরয়ান তালোয়াত করেন শিক্ষার্থী রায়হানা আক্তার,গীতাপাাঠ করেন শিক্ষার্থী অংকিতা সাহা,
এছারা বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন সহকারী শিক্ষক কার্ত্তিক সরকার, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবক বৃন্দু।