কচুয়ায় বাল্ব অপারেশ না করতে পেরে টাকা অভাবে মরণ পথ যাএী অসহায় রুমা
মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের রহিমানগর বাজার সংলগ্ন গোবিন্দপুর গ্রামের পূর্ব পাড়া ভুইয়া বাড়ির স্বামী পরিত্যক্ত পাখি বেগমের মেয়ে শাখি আক্তার রুমা (১৮) বুকের বাল্ব অপারেশনের জন্য ৪ লক্ষ টাকা প্রয়োজন।
সরজমিনে গেলে জানা যায়, পাখি বেগমের দু’মেয়ে এক ছেলের মধ্যে রুমা বড়। পাখি বেগমের বসতভিটা না থাকায় মনির হোসেন নামে এক ব্যক্তির বসত ঘরে আশ্রয় দেয়। পাখি বেগম জানান, ১২ দিন যাবত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে রুমার চিকিৎসা নেয়। ডাক্তার বলেছে তার বুকের বাল্ব অপারেশনের জন্য ৪ লক্ষ টাকা প্রয়োজন। হত-দরিদ্র রুমার মায়ের পক্ষে তার চিকিৎসার জন্য ৪ লক্ষ টাকা খরচ বহন করা সম্ভব নয়। তাই হাসপাতালে না রাখতে পারে ২৭ ফেব্রুয়ারী ডাক্তার কাছ থেকে ঔষধ লিখে নিয়ে বাড়িতে চলে আসে। রুমাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর গত ৫/৬ দিন থেকে রুমার মা হাট-বাজারে মানুষের কাছে হাত পেতে ঔষধের খরচ চালিয়ে যাচ্ছে।
রুমার অপারেশনের জন্য কেউ সহযোগিতা করতে চাইলে রুমার মার ০১৮৬৫৩৩৯৫৯৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পাখি বেগম। উল্লেখ্য যে, রুমা ২০২১ সালে এসএসসি পাশ করার পর অর্থের অভাবে তার আর লেখাপড়া হয়নি এবং অসুস্থ হয়ে পড়ে।
রুমার অসুস্থতার খবর পেয়ে এ প্রতিনিধির প্রবাসী ছোট ভাই মো: জহিরুল ইসলাম তার বাড়িতে গিয়ে রুমার মায়ের হাতে কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন।