শাহতলী জিলানী চিশতী কলেজে ঐতিহাসিক
৭ই মার্চ উদযাপন
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উবি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র যৌথ আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিয়োগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখি আমি (চেয়ারম্যান, কলেজ গভর্নিং বডি)।
এময় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করি আমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। এসময় সকল প্রতিষ্ঠানের প্রধানগণসহ শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।