অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন ঢাকায়, মতলবে ফিরলেন লা’শ হয়ে!
মতলব উত্তর প্রতিনিধি
গুলিস্তানের সিদ্দিক বাজারের ভয়াবহ বিস্ফো’রণে চাঁদপুর জেলার মতলব উত্তরের উত্তর ছেংগারচরের মোশাররফ হোসেন মিয়াজীর ছেলে মানসুর ও পশ্চিম লালপুরের মরহুম আমির আলি বেপারীর নাতী ও মোঃ বিল্লাল হোসেন বেপারীর বড় ছেলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদীয়মান শিক্ষার্থী মোঃ আল-আমিন (২৩) গতকাল সন্ধ্যায় ইন্তে’কাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহ’ত দুইজন উভয়েই আপন খালাতো ভাই। আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করুন ও নিহ’তের পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন। আমিন।।।