আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

কাজী নজরুল ইসলাম,

চাঁদপুরের মতলব দক্ষিন  উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান  আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক  ৭ই মার্চ এর ভাষণ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ,    আলোচনা সভা, দেশাত্মবোধক গান , , চিএাংকন ও খুদে শিক্ষার্থীদের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে |

৭মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় বিদ্যালয়  মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ শেষে বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ মাজহারুল হক এর সভাপতিতে আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, , বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মোঃ জাহাঙ্গীর ঢালী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, শিক্ষক মোঃ কামরুল হাসান, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ শামসুদ্দি, মোহাম্মদ আল-আমিন, শিক্ষিকা ইনতে হান সালমা, স্বপ্না সাহা প্রমুখ |

বিশেষ অতিথি   বিদ্যালয়ের  ম্যানেজিং  কমিটির সম্মানিত সদস্য  মোহাম্মদ জাহাঙ্গীর ঢালী বলেন , আজকে এই দিবসের তাৎপর্য নিয়ে সরকারের এই পদক্ষেপ আমার মনে হয় পুরোপুরি সার্থক, এতে শিক্ষার্থীরা এ ভাষণ সম্পর্কে ধারনা অর্জন করতে পারবে। 
প্রধান আলোচক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল হক বলেন,  শিক্ষার্থীরা যে কোন দিবস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রয়োজনে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দিবস সম্পর্কে জানতে পারে। তোমরা শিক্ষার্থীরা তথ্য উপাত্ত সংগ্রহ করে নিজেকে দিবস সম্পর্কে বক্তব্য দিতে প্রস্তুত রাখবে। এ দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯মাসের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীনতা অর্জন করেছে। আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র ও স্বাধীন দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD