কচুয়ায় রসুলপুর সপ্রা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুর কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসূলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় হাজী আব্দুল জব্বার সর্দারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মঞ্জুর আহসান সাগর এবং আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌথ মনোনয়ন প্রাপ্ত আওয়ামীলীগ নেতা ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান, সাধারন সম্পাদক আবু ইউসুফ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মো: নুরুন্নবী চৌধুরী রবিন, সমাজসেবক লায়ন কামাল হোসেন, বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি বিল্লাল হোসেন, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, গোহট উত্তর ইউপি সাবেক চেয়ারম্যান আমিন উদ্দীন, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।