পাঁচ যাএীর হারানো মালামাল ফিরিয়ে দিলো মালিক সমিতি
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ১৮-৭৮ এবার পাঁচ জন যাএীর হারানো মালামাল ফিরিয়ে দিলেন।
সিএনজি গাড়িতে যাত্রী সাধারণের ভুল করে রেখে যাওয়া ০৫ জন ভিন্ন-ভিন্ন যাত্রীর ০৫টি ব্যাগ যাত্রীগণ গত কয়েক দিনে ফেলে গেলে, বৃহস্পতিবার স স শড়িলে উপরন্ত মালামালের মালিকগন এসে শাহরাস্তি দোয়াভাঙ্গা মালিক সমিতির প্রধান কার্যালয়ে এসে হাজির হয়ে উপযুক্ত প্রমাণ দিলে সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার সকলের হাতে তাদের হারানো মালামাল বুঝিয়া দেন।
যাদের হারানো মালামাল গুলি বুঝিয়া নিয়েছেন তারা হলেন ১) শ্রী অনিক,পিতাঃ শ্রী গণেশ,গ্রামঃকুলশী, থানাঃ শাহরাস্তি,জেলাঃ চাঁদপুর। ২) মোঃ আলমগীর হোসেন, পিতাঃ মৃত নূরুল ইসলাম, গ্রাম/পোঃ বলশীদ,থানাঃ শাহরাস্তি, জেলাঃচাঁদপুর। ৩) মোঃশাহাজাহান, পিতাঃ আবদুল মমিন,গ্রামঃ কাদঘর,পোঃ মেষতলী বাজার,চৌদ্দগ্রাম,কুমিল্লা।৪) মোঃ শাহআলম, পিতাঃ মৃত আঃ কাদের বেপারী, গ্রামঃ ফেরুয়া, পোঃ আয়নাতলী বাজার,থানাঃ শাহরাস্তি,জেলাঃ চাঁদপুর।
অপর দিকে মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার বলেন সমিতির কাছে আরো বহু মালামাল রয়েছে যাহার উপযুক্ত প্রমাণ দিয়ে প্রকৃত মালিকদের নিয়ে যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন তিনি।