কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

উলিপুর থানা পুলিশ কর্তৃক গত ০৯ মার্চ ২০২৩ তারিখ বিকাল আনুমানিক ১৫.৪০ ঘটিকার সময় উলিপুর থানাধীন ধরনীবাড়ি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ মধুপুর গ্রামস্থ বাঁশঝাড়ের ভিতর জুয়া খেলা অবস্থায় উলিপুর দক্ষিণ মধুপুর মধ্যপাড়ার মোঃ ইদ্রিস আলী (৪০), মোঃ রানু মিয়া (২৫), মোঃ আতিকুর রহমান লিটন (২৪), মোঃ এরশাদ আলী (৩৫), দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।

অন্যদিকে রাজারহাট থানা পুলিশ কর্তৃক একই দিনে আনুমানিক ১৯.২০ ঘটিকার সময় রাজারহাট থানাধীন ০৬নং উমর মজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ী গ্রামস্ত রাইস মিলের সামনে তিন রাস্তার মোড়ে জুয়া খেলারত অবস্থায় রৌমারী ইজলাটারির মোঃ মুকুল মিয়া (৩৫) কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে রাজারহাট থানার একটি চৌকস টিম।

এছাড়াও নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গত ০৯ মার্চ ২০২৩ তারিখ আনুমানিক ২১ঃ৪৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের মনিয়ারহাট বাজারের সংলগ্ন তল্লীরতল গিরাই নদীরপার্শে ইউক্যালিপটাস গাছের বাগানে তাসদিয়ে জুয়াখেলার সময় নাগেশ্বরীর কানিবাড়ি গ্রামেরমোঃ হামিদুল ইসলাম (২৮), শ্রীপুর গ্রামের মোঃ দুলাল হোসেন (৩৫) দ্বয়কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD