মতলব উত্তরে উপনির্বাচনকে ঘিরে সংঘর্ষ ১জন গুলিবিদ্ধসহ আহত ৫

মতলব উত্তরে উপনির্বাচনকে ঘিরে সংঘর্ষ ১জন গুলিবিদ্ধসহ আহত ৫

কাজি নজরুল ইসলাম

চাঁদপুরের মতলব উত্তরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোহনপুর ইউনিয়নের টেকেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, এই মুহূর্তে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। তবে দুপক্ষের সংঘর্ষ থামাতে পুলিশকে শর্টগানের গুলি ও লাঠিচার্জ করতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই প্রধানের সমর্থনে একটি মিছিল টেকেরপুল এলাকা দিয়ে যাচ্ছিল। একই সময় স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকের প্রার্থী কাজী মিজানুর রহমানের আরেকটি মিছিল সেখানে গিয়ে হাজির হয়। এ সময় উভয়ে পাল্টা স্লোগান দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে নৌকার সমর্থিত কর্মী ঋতু চৌধুরী (৩০) গুলিবিদ্ধ হয়েছেন দাবি করেন প্রার্থী আব্দুল হাই প্রধান। এ ছাড়াও ছাত্রলীগ নেতা মেহেদী হাসান কাজলসহ আরো বেশ কয়েকজন আহত হন। আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সবাই আশঙ্কামুক্ত।
আগামী বৃহস্পতিবার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার।প্রসঙ্গত, গত বছরের ১০ অক্টোবর অসুস্থতাজনিত কারণে ইউপি চেয়ারম্যান শামছুল হক চৌধুরী বাবুল মারা যান। তার আলোতেই শুন্য ইউপিতে নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD