কচুয়ায় চক্রা সপ্রাবি: বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত
মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
উৎসাহ উদ্দীপনার মধ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ১৬১নং চক্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি এ এইচ হুমায়ন কবিরের সভাপতিত্বে ও ইউপি সদস্য সোহাগ মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারি শিক্ষক মো: আল-আমিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এইচ এম শাহরিয়ার রসুল, কচুয়া পৌর কমিশনার কামাল হোসেন অন্তর, সাবেক কমিশনার শরীফ আহমেদ, জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায় চৌধুরী, চক্রা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী আশ্রাফ ভুইয়া প্রমুখ। সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।