কচুয়ায় পনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
চাঁদপুর কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ১০০নং পনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিদ্যালয় মাঠে এক আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইউপি সদস্য জাহাঙ্গীর আলম লিটন। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিনা ইয়াছমিন। সহকারি শিক্ষক তাছলিমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ সচিব মুহাম্মদ ফররুখ আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির হোসেন, সহকারি শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।