বিএনপি সরকার ক্ষমতা থাকা অবস্থায় বলেছিল নৌকায় ভোট দিলে বৌ তালাক হয়ে যাবে- শিক্ষা মন্ত্রী

বিএনপি সরকার ক্ষমতা থাকা অবস্থায় বলেছিল নৌকায় ভোট দিলে বৌ তালাক হয়ে যাবে- শিক্ষা মন্ত্রী

এস আর শাহ আলম

চাঁদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে পুরান বাজার নতুন রাস্তার মোড়ে অনুষ্ঠানের আয়োজন করে পৌর আওয়ামী লীগ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, যারা ধর্মের নাম অপব্যবহার করে, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে বলে তারা ইসলামের সেবক হতে পারে না। মিথ্যা অপপ্রচার, গুজব রটানো, নারী নির্যাতন, মানুষ হত্যাসহ শেখ হাসিনাকে হত্যা করার ২১বার অপচেষ্টা চালিয়েছে তারা কখনো ইসলামের সেবক হতে পারে না। বিএনপি সরকার ক্ষমতা থাকা অবস্থায় বলেছিল নৌকায় ভোট দিলে বৌ তালাক হয়ে যাবে। অথচ কত স্ত্রীর বুক থেকে স্বামীদের কেড়ে নিয়েছে তারা। ইসলামের সেবক বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।

তিনি আরো বলেন, খুব সহসা শহর রক্ষা বাঁধ নির্মাণ করবো। আমি এই আসনের একজন সংসদ সদস্য। আপনাদের মেয়ে আপনাদের বোন। আমি কখনো চাইবো না চাঁদপুর নদীতে বিলীন হয়ে যাক। চাঁদপুরের জন্য জীবনের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল আজ সবাই ভোগ করছে।

শিক্ষামন্ত্রী বলেন, অবৈধ বিএনপি সরকারের সবই অবৈধ। বিএনপি সরকারের আমলে দেশ খাদ্য ঘাটতিতে ছিল। কিন্তু বর্তমান সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেশ খাদ্যে পরিপূর্ণ করে। পরবর্তীতে বিএনপি সরকার আবার ক্ষমতায় এসে দেশকে নৈরাজ্য রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু আজ আওয়ামী লীগ সরকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে মানুষের অভাব দূর হয়ে যায়। দেশ উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার।

পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, সহ প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, শহর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক এসডু পাটোয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, থানা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, স্বেচ্ছাসেবক লীগের এডভোকেট হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD