প্রতারক মজিবুর রহমান মদিনা বাজার ভাই ভাই ট্রের্ডাসের কাছ থেকে ৪ লাখ টাকা নিয়ে উধাওঃ

প্রতারক মজিবুর রহমান মদিনা বাজার ভাই ভাই ট্রের্ডাসের কাছ থেকে ৪ লাখ টাকা নিয়ে উধাওঃ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ রাঢ়ী পোল মদিনা বাজার ভাই ভাই ট্রেডাসের প্রোঃ আঃ কাদির গাজীর থেকে বেঙ্গল কোম্পানির এস আর, এইচ. এম. মজিবুর রহমান পিতাঃ মোঃ আলী হোসেন হাওলাদার, মাতাঃ মোসাঃ নিলুফা বেগম, গ্রামঃ গছানী ওয়ার্ডঃ ৫ নং, ডাকঘরঃ গছানী,(৮৬৩০),
৬ নং বাশবাড়িয়া ইউনিয়ন, দশমিনা, পটুয়াখালী। মজিবুর রহমান তিনি দীর্ঘ দিন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের প্রতিটি বাজারে বেঙ্গল কোম্পানির মালামাল সেল দিয়ে থাকেন।

সেই মতে ফরক্কাবাদ এলাকার রাঢ়ী পোল মদিনা বাজারে ভাই ভাই ট্রেডাসের সাথে দীর্ঘ দিন ব্যবসায় করে ছিলেন।
সেই মতে ভাই ভাই ট্রেডাসের মালিক আঃ কাদির গাজীর কাছ থেকে ২৫ জুলাই ২০২১ ইং তারিখে ৪ লাখ টাকার চেক দিয়ে অভিযোগ কারী আঃ কাদির গাজী এর কাছ থেকে নগদ ৪ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়।
কিছুদিন যাওয়ার পর ভাই ভাই ট্রেডাসের মালিক আঃ কাদির গাজী প্রতারক মজিবুর রহমান কে ফোন করলে সে জানায় আমার চাকুরী চলে গেছে। তখন মজিবুর রহমান ফোনে বলেন আমি আপনার নগদ ৪লাখ টাকার চেকের হিসাব নম্বরে পাঠিয়ে দিলে তুলে নিয়েন। ( Dutch-Bangla Bank Limited A/c: H.M MAJIBUR RAHMAN. 2421580010010)।

তার পরে যোগাযোগ না পেয়ে মজিবুর রহমানে ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম মিন্টুর সাথে ফোনে কথা হলে তিনি বলেন আমি তাকে ছিনি এবং বলবো আপনার ৪ লাখ টাকা দিয়ে দেওয়ার জন্য

এই বিষয়ে ৬ নং বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিন্টুর সাথে ফোনে কথা হলে তিনি বলেন, আমাকে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের রাঢ়ী পোল মদিনা বাজারে ভাই ভাই ট্রেডাসের মালিক এবং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ কাদির গাজী আমাকে ফোনে জানানোর পর আমি মজিবুর রহমানকে আমি কয়েকবার বলেছি তাহার টাকা পরিশোদ করার জন্য।
আমি অভিযোগ কারী আঃ কাদির গাজী পত্রিকায় খবর ছাপনোর পরেও যদি আমি তাহার খোঁজ না পাই তার পরে আমি আইনের মাধ্যমে যাইতে বাধ্য হবো। মজিবুর রহমানের ন্যাশনাল আইডি কার্ড যাহার নম্বরঃ(৬৪৩ ৬৬০ ৩৭২১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD