হাইমচর চরবৈরবি জাটকা ইলিশের জমজমাট ব্যবসা চলছে

হাইমচর চিরবৈরবি জাটকা ইলিশের ব্যবসা জমজমাট চলছে

হাইমচর প্রতিনিধি

চাঁদপুর জেলা হাইমচর উপজেলা ৬ নং চিরবৈরবি ইউনিয়ন জাটকা ইলিশের জমজমাট ব্যবসা চলছে, সরজমিন দেখা যায় প্রকাশ্য দিবালোকে দালাল চক্র
চরবৈরব বাজার সংলগ্ন নদীর পার খালের ওইপার বট তলায় ভাসমান আড়ত বসিয়ে মাছ কেনা বেঁচা করছে প্রকাশ্য,
এমন চিএ দেখে মনে হয় না পদ্মা মেঘনায় ইলিশ সংরক্ষণ অভিযান চলছে , এক দিকে ইউনিয়ন থেকে সরকারি ভাবে চাল সংগ্রহ করে জেলেরা দিনে দুপুরে নদীতে জাল নিয়ে মাছ শিকার করছে, অপর দিকে দালাল চক্র অসাধু জেলেদের মোটা অংকের টাকা দিয়ে মাছ নিধন করিয়ে নিজেরাই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, আসলে এমন চিএের দালাল চক্রের নাম জানতে চাইলে সুএে আসে ক্ষমতাশীল দলের লোক যেমন চরবৈরবি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন পাইক এর নেতৃত্বে আরো অনেকে, খালের মাথায় ইলিয়াস লিটনের বাড়ির প্চিম পাশে দালাল চক্রের আড়ৎদার মোঃ খোরশেদ আলী, মমিন সরদার,কাজল সরদার সাগর,টিউমার শহিদ,দেলু সরদার সহ আরো কয়েকজন দিনে দুপুরে জাটকা মাছের ব্যাবসা করছে, শুধু এখানেই নয়, সুএে জানায়, খোরশেদ আলী মোর নুরু ফকিরের বাড়ির পশ্চিম পাশেও জমজমাট মাছ কেনা বেচা হয়, অথচ, এর কাছাকাছি রয়েছে চরবৈরবি নৌ পুলিশ ফাড়ি, আর উল্টো দিকে রয়েছে নীল কমল পুলিশ, এবং কোষ্টগার্ড যাদের মাঝামাঝি জেলেরা মেঘনায় জাল ফেলে মাছ নিধন করে দালাল চক্রের মাধ্যমে ব্যবসা চলছে।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশ্রাফ উদ্দিন এর সাথে মুঠো ফোনে আলাপ করলে তিনি বলেন বিষয়টি তিনি জানেন না তবে এখনি ব্যবস্হা গ্রহন করবেন

এর পরে উপজেলা মৎস্য কর্মকর্তার মুঠো ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায় বলে আমরা তাহার মতামত তুলে ধরতে পারি নাই।

এখন মূলত বিষয় হচ্ছে নাম মাএ ইলিশ সংরক্ষণের অভিযানে প্রশাসনের নাকের ডগায় কেমন করে জেলেরা দিনের সময় জাল ফেলে মাছ নিধন করে, আবার দালাল চক্রের মাধ্যমে মাছ কেনা বেচা হয় , আর তাই এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক , নৌ পুলিশ সুপার ও জেলার পুলিশ সুপার এর সু দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD