কচুয়ায় ইউসুফ সফর আলী ও এনামিয়া মাদ্রাসা পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া অনুষ্ঠিত
মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
কচুয়া উপজেলার রহিমানগর ইউসুফ সফর আলী দারুল উলুম ও গোহট লতিফিয়া এনামিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) ইউসুফ সফর আলী দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা ম্যানেজিং পরিষদের সভাপতি তৌহিদুল ইসলাম খোকার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো: আব্দুল হান্নানের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাফেজ মাও: শাহ মো: মেছবাহুল ইসলাম লতিফী।
এছাড়াও বক্তব্য রাখেন- মাদ্রাসার সুপার মাও: মনিরুজ্জামান, সহকারি সুপার মাও: জিয়াউর রহমান, ইউপি সদস্য জহির মোল্লা, দাতা সদস্য ডা: আব্দুল হালিম, মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মনির হোসেন, পরীক্ষার্থীদের মধ্যে রেদওয়ান হোসেন, নাহিমা আক্তার ও অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে আখি আক্তার। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দোয়া-মিলাদ।
একইদিন গোহট লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাও: শাহ মো: মেছবাহুল ইসলাম লতিফি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা। এসময় উপস্থিত ছিলেন-মাদ্রাসার সুপার মাওঃ মোশারফ হোসেন, সহকারি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।