প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ সড়ক চাই এর লাগামহীন সড়ক দূর্ঘটনারোধে প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় “পথ যেন হয় শান্তির” প্রতিপাদ্যে অঙ্গিকার পাদদেশের শহীদ মুক্তিযুদ্ধা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক অাল অাকিবের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান।তিনি বলেন,সরকার ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপদ সড়ক চাই বাস্তবায়নে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।এই অাওতায় প্রায় ৭ লক্ষ শিক্ষার্থীকে অামরা সচেতন করার পরিকল্পনা গ্রহন করেছি।অার এই শিক্ষার্থীর মাধ্যমে অামরা প্রত্যেক ঘরে ঘরে নিরাপদ সড়ক চাই বাস্তবায়নে সতর্ক করার পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবো বলে মনে করি।তিনি অারো বলেন,অামরা যে নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে পেরেছি তা দেশবাসীকে জানিয়ে দিতে চাই।এ ব্যপারে সকলে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন বলে অাশা করছি।এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।এ সময় অারো বক্তব্য রাখেন,স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী,মতলব সদর সার্কেলের টিঅাই ফয়সাল অাহমেদ ভূঁইয়া,জেলা নিরাপদ সড়ক চাই এর সহ-সভাপতি রুমা সরকার,সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল,সদস্য কামরুল হাসান।এসময় বক্তারা বলেন,ট্রাফিক অাইন মেনে চলুন,বাঁচতে হলে জানতে হবে এবং মানতে হবে।সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।একটি দূর্ঘটনা সারা জিবনের কান্না।জিবন সবার সমান,দূর্ঘটনায় হারাতে দিবো না অামরা কারো প্রাণ।এ সময় মানববন্ধননে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

Website Design, Developed & Hosted by ALL IT BD