হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬০ কেজি ইথিওপিয়ান গাঁজা উদ্ধার

ফাতেমা:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬০ কেজি ইথোপিয়ান গাঁজা তথা নিউ সাইকোএকটিভ সাবস্ট্যাসেস (এনপিএস) জব্দ করা হয়েছে। বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিস’ এর মাধ্যমে বিপুল পরিমান এই গাঁজা দেশে আসে।

ঢাকা কাস্টমস্ হাউজ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর সহযোগিতায় কাস্টম কর্মকর্তারা গত ৬ই সেপ্টেম্বর ভারত থেকে আগত জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ২৭৬ নং ফ্লাইটে করে করে ৯টি সন্দেহজনক কার্টন নজব্দ করে পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে ভিতরে ‘গ্রীন টি’ এর মত দেখতে পণ্যগুলো জব্দ করা হয়। এগুলো মূলত ইথোপিয়ান গাঁজা তথা এনপিএস। এটি পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। যা অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বাংলাদেশে এ ধরনের মাদক নতুন।
পরীক্ষা করে দেখা গেছে, এই মাদক পণ্যের রপ্তানীকারক ইথিওপিয়ার জিয়াদ মুহাম্মদ ইউসুফ। আমদানীকারক তুরাগের এশা এন্টারপ্রাইজ। জব্দ পণ্যের মোট ওজন ১৬০ কেজি।
উল্লেখ্য, গত ৩১শে আগস্ট একই ধরনের আরেকটি পণ্যচালান আটক করা হয়েছিল, যার ওজন ছিল ৪৬০ কেজি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD