শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অগ্নিকান্ডে ৩ ভাইয়ের বাড়ি ভস্মিভুত হয়েছে।
শনিবার(৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রমনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেকুজ্জামান জানান, তার বিদ্যালয়ের পাশে মৃত শহর উদ্দিন টেংরু’র ছেলে জলিল উদ্দিনের(৩৮) বাড়িতে হঠাৎ আগুন লাগে। সেই আগুন মুহুর্তে তার দুই ভাই খলিল উদ্দিন(৩৬) ও মফিজুল ইসলাম(৩২) এর বাড়িতে লাগে। আগুনের উত্তাপে স্থানীয়রা নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করেন। এরই মাঝে তিন ভাইয়ের ৩ আগুনে ভস্মিভুত হয়েছে। তাদের ঘরে রাখা নগদ ৮০ হাজার টাকা, আসবাবপত্র, ধান, চাল ও বাদাম পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।