Related Articles
রাউজানে হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে রেলী আলোচনা ও মোনাজাত অনুষ্টিত

শাহাদাত হোসেন রাউজান চট্টগ্রামের রাউজান হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজারে হিজরী নববর্ষ ১৪৪০ কে স্বাগত জানিয়ে রেলী আলোচনা ও মোনাজাত অনুষ্টিত হয়েছে।গতকাল সোমবার বিকাল সাড়ে ৫ টায় রেলেটি পশ্চিম কুলের এবাদত খানা হতে শুরু হয়ে সর্তা ব্রীজ দিয়ে দোস্ত মুহাম্মদ সড়ক এবং আমিরহাট বাজার ও ডাবুয়ার অংশবিশেষ প্রদক্ষিণ শেষে হযরত এয়াছিনশাহ( রহঃ) তোরনের সামনে গিয়ে শেষ হয়।এটি আয়োজন করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হলদিয়া ইউনিয়ন শাখা।রেলী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হলদিয়া ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মৌলানা মুহাম্মদ আলী ছিদ্দিকী,সাংবাদিক মৌলানা এম বেলাল উদ্দীন।মোনাজাত পরিচালনা করেন উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রবীন আলেমেদ্বীন মৌলানা আব্দুল মান্নান।রেলীতে অংশ গ্রহন করেন খতমে খাজেগান পরিচালক মৌলানা মুঃএয়াছিন ভান্ডারী,সেনা নেতা তাজ মুহাম্মদ রেজভী,মৌলানা মোজাম্মেল হোসাইন,বিশিষ্ট আলেম মৌলানা তৈয়বুর রহমান,আলহাজ্ব সোলায়মান চৌধুরী,হাফেজ ওমর ফারুক,মৌলানা হাফেজ আবু তাহের,মৌলানা মোতালেব,মৌলানা আবুল হাসেম রেজভী,যুবলীগ নেতা সাব্বির,জামাল উদ্দিন,হক কমিটির নেতা মামুন মিয়া,হাফেজ ইউনুছ,মৌলানা হাফেজ তারেক,ব্যবসায়ী রবিউল হোসেন রবি,আব্দুল মান্নান,মৌলানা সোয়েব প্রমুখ।